পাপের ফল পেয়েছে বিএনপি, এভাবেই একদিন বিলীন হবে: নাসিম
১২ অক্টোবর, ২০১৮ ১৫:৩৪:১৬
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপি পাপের ফল পেয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। এভাবেই একদিন দলটি (বিএনপি) বিলীন হবে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বেঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।
ঘোষিত রায়ে বিএনপি পাপের ফল পেয়েছে এমনটা মন্তব্য করে নামিন বলেন, ‘২১ আগস্টের হামলার পর আপনারা (বিএনপি) তিন বছর ক্ষমতায় ছিলেন, কেন বিচার করেন নাই। তদন্ত করেন নাই কেন। তিনটা বছর আপনার ক্ষমতায় ছিলেন, বিচার করেন নাই কেন, কেন বিচার পথ রুদ্ধ করে দিয়েছিলেন। কেন জজ মিয়া নাটক সাজিয়েছিলেন। এর জবাব কে দিবে? এই কারণের আপনাদের পাপের ফল ভোগ করতে হচ্ছে।’
বিএনপিকে সন্ত্রাসী লালনকারী দল আখ্যা দিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী লালনকারী রাজনৈতিক দল। এটা স্বীকৃত, পরীক্ষিত ও প্রমাণিত। এরা ১৫ আগস্ট হত্যাকারীদের আশ্রয় দিয়েছে, লালন করেছে।’
‘তাদের নেতা জিয়াউর রহমান খুনের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ছিলো। তারই ধারাবাহিকতায় বেগম জিয়া ক্ষমতায় এসে আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। রাষ্ট্রদূত বানিয়েছে। এমপি-মন্ত্রী বানিয়ে পার্লামেন্টে বসিয়েছে। শুধু তাই নয়, জাতীয় চার নেতার হত্যাকাণ্ড থেকে শুরু করে ২১ আগস্টের গ্রেনেড হামলা সবই হয়েছে তাদের আমলে। সেজন্য আর যাই হোক তাদের মুখে গণতন্ত্র আর আইনের শাসনের কথা মানায় না’।
১৪ দলের মুখপাত্র বলেন, ‘এরা (বিএনপি) হচ্ছে গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। গণতন্ত্রের হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের আশ্রয় দিয়েছে। আমরা মনে করি, এই রায়ের মধ্যে দিয়ে বাংলার জনগণের প্রত্যাশার পূরণ হয়েছে। এর রায়ের মধ্যে দিয়ে বিএনপিকে বাংলা জনগণ প্রত্যাখ্যান করেছে।’
দেশকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলা চালানো হয়েছে বলে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতে ধন্যবাদ জানান নাসিম। বলেন, গুটি কয়েক খুনি আর বিশ্বাসঘাতক ছাড়া আদালদের পর্যবেক্ষণের সঙ্গে দেশের ১৬ কোটি মানুষ একমত।
মন্ত্রী বলেন, ‘একুশে আগস্ট হামলার সময় বিএনপি-জামায়ত ক্ষমতায় ছিলো। খালেদা তখন প্রধানমন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। ২১ আগস্টের হামলার বিচারতো দূরের কথা, তদন্ত পর্যন্ত করা হয়নি। এটা এখন ইতিহাসের অংশ হয়ে গেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিভাবে সেই হামলার আলামত নষ্ট করা হয়েছে। সেই দিন কিভাগে সাক্ষীদের না ডেকে জজ মিয়ার নাটক সাজানো হয়েছিলো। শুধু তাই নয় জাতীয় সংসদে দাঁড়িয়ে উক্তি করা হয়েছিল শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছে। কতখানি নির্মম, কতখানি বর্বর তামাশা করেছিল আমাদের সঙ্গে। রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে, প্রতিহিংসা নয়।’