কুষ্টিয়ায় শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
১২ অক্টোবর, ২০১৮ ১৬:৪৪:১২
কুষ্টিয়া প্রতিনিধি: সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা সংশোধনের দাবীতে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি-১১১৮। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের মজমপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি মাহাবুল হাসান রানা, সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস, প্রচার সম্পাদক আজাদুল ইসলাম তারেক। মানববন্ধনে বক্তারা বলেন, সড়কে দূর্ঘটনার জটিলতার মামলার তদন্ড কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তর্ভূক্ত করা এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনীর পরিবর্তে ৫ম শ্রেনী নির্ধারন করাসহ ৮দফা দাবিসহ সড়কে দূর্ঘটনাকে মামলার জামিন যোগ্য বিধান করার আহবান জানান। এয়াড়াও শ্রমিকের দন্ডে ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড বিধান যুক্ত করার দাবি জানান ও সড়ক দূর্ঘটনায় জটিলতার মামলায় তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তভুক্ত করার দাবি জানান।
এছাড়াও আলোচনার মাধ্যমে অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ট্রাক ট্র্যাক্টর কাভার্ডভ্যান ট্যাংকরী শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সড়ক সম্পাদক সরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক বিচ্ছাদ আলী, ক্যাশিয়ার আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলম মালিথা, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য ওমর ফারুক, শ্রমিক নেতা আক্তার হোসেন, ফারুখ হোসেন, ভূট্রো মেম্বর, ভূট্রো মন্ডল ও শফিকুল ইসলাম সোনা প্রমুখ।